রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত: বহিষ্কার-১

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫:১৫ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে ৩ টি কেন্দ্রে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারে উপজেলার ৩ টি কেন্দ্রে সরকারী কলেজ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ ও শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি কেন্দ্রে প্রথম দিন ১৫৩৫ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১৫০২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৩৩ জন
এবং নকল করার অপরাধে শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ইকবাল হোসেন।
জানা যায় সাপাহার সরকারী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৩ জন, ৭৫৫ জন, অনুপস্থিত ৮ জন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ৩৭০ জন, উপস্থিত ৩৬৯ জন অনুপস্থিত ১ জন ও শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায়  ২৯৬ জন, উপস্থিত ২৭৬ জন, অনুপস্থিত ২০ জন বহিষ্কার ১, কারিগরি শাখার মোট পরীক্ষার্থী ১০৬ জন উপস্থিত ১০২ জন অনুপস্থিত ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর