মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে ১০০ বেত্রাঘাত, গ্রেফতার ৪

মোঃ এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬:০১ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে একশ দোররা মারাসহ সামাজিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মোঃ ইব্রাহীম। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ দুই সন্তানের জননী, প্রবাসীর স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন। স্বামী বিদেশে থাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ঐ গৃহবধূ। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য শালিস বসানো হয়। সেখানে বিচারকের ভূমিকায় উপস্থিত হন গ্রামেরই বেশ কয়েকজন। পরে তারা প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পড়িয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেন। সেই সাথে প্রবাসীর স্ত্রীর সাথে আটক যুবককে ১০০টি বেত্রাঘাত ও এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঐ নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ঐ গৃহবধূ তাকে নির্যাতন ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগ এনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আরও বলেন, অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর