ইরানের হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরই অংশ হিসেবে শনিবার (২৯ অক্টোবর) অটোয়ায় অন্যদের সঙ্গে রাস্তায় নেমে সস্ত্রীক বিক্ষোভে অংশ নেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা’র।
ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ট্রুডোর উপস্থিতিতে শনিবার অটোয়ায় এই বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। গত ২২ সেপ্টেম্বর ইরানি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ার পর দেশটিতে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ইরানে বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি শনিবার (২৯ অক্টোবর) আর বিক্ষোভ না করতে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হোয়াইট হাউস ও জায়োনিস্টরা একটি অশুভ পরিকল্পনা করেছে। তবে তার সতর্কবার্তায় কাজ হয়নি। শনিবারও রাস্তায় নেমে আসে ইরানের বিক্ষোভকারীরা।