নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও উপকরণ বিতরণ স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে বিতরণ স্থগিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ।
জানা গেছে, উপজেলার ১০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমিতে চাষের লক্ষে পেঁয়াজ বীজ ১ কেজি, ডি এপি সার ২০ কেজি, এম ও পি সার ২০ কেজি, পলিথিন, সুতলী, বালাইনাশক উপকরণ ও সেচ, জমি প্রস্তুত, শ্রমিক এবং বাঁশ ক্রয় বাবদ ২ হাজার ৮০০শ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করার প্রস্তুতি থাকলেও প্রদান করা হয়নি। নাইলন সুতলীর পরিবর্তে প্লাস্টিকের সুতলী প্রদানের প্রস্তুতি নিলে কৃষকরা আপত্তি করে। এরপর উপকরণ গুলোর ওজন মাপলে পলিথিনের পরিমাণ কম পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এম. হাসান আলী বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। উপকরণ বিতরণকালে পলিথিন, সুতলী ও সুবিধাভোগী কৃষকদের তালিকায় আপত্তি থাকায় এমপি ও ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে উপকরণ বিতরণ স্থগিত করা হয়েছে। যা যাচাই বাছাই করে পরবর্তীতে বিতরণ করা হবে বলেও দাবী করেন তিনি।