পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামের এক কুলি’র (লোড-আন লোড শ্রমিক) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কলেজ মোড় এলাকার আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাবুল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর, কলেজ মোড় একালার মৃত নইমুদ্দিনের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক থেকে সিমেন্ট আন-লোড করার জন্য বাবুল ট্রাকের উপরে উঠলে অসাবধানতা বশতঃ পিছলে ট্রাক থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় মাটিতে লুটে পড়ে। তাৎক্ষনিকভাবে, সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই বাবুল মারা যায়। উল্লেখ্য, বাবুল হকের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।