নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। শনিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আ. সোবাহানের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। নাটোর-বগুড়া মহাসড়ক ধরে চৌগ্রাম এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। তারা পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।