মোঃ দুলাল হক,ঠাকুরগাও প্রতিনিধি:
ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে সবুজ(৩২) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় সর্প দংশনে মারা গেছে।
নিহত সবুজ সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় সবুজকে সাপে কাটে।চিতকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে।পরে ওই যুবককে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।কিন্তু হাসপাতালে এন্ট্রি ভেনাম না থাকায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসোতালে রেফার্ড করা হয়।
সেখানে নেওয়ার পথে সবুজ মারা যায়।রোববার বিকেলে তার লাশ দাপন করা হয়।রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।