“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইঁদুর নিধন অভিযান-২০২২’র কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর-২০২২ মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান চলবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (ভারঃ) ফিরোজ আহম্মেদ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল একটি ইঁদুর মেরে কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারঃ) সুরাইয়া মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু প্রমুখ।