বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে বয়লার বিস্ফোরণে অটো রাইস মিলের শ্রমিকের মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলের মালিক রনি ও তার ভাই জনিও আহত হয়েছেন। গত ১৭অক্টোবর  (সোমবার) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক শফিকুল ইসলাম (২৬) যশোর শহরের পুলিশলাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শফিকুল বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে প্রায় ২০০ ফুট দূরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় মিল মালিক রনি ও তার ভাই জনি আহত হন। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত  করে দেখা হচ্ছে। কি কারনে বয়লার বিস্ফোরণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর