মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় অবধৈ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাসপাতালের সামনে বাংলাদেশ রেল ওয়ের জায়গায় নির্মীত অবৈধ ভবন ভাড়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে। নিউ বড়াল ডায়াগনিস্টক সেন্টারের মালিক আলহাজ্ব আব্দুল মালেক নান্নু। সরকারি অনুমোদন ছাড়ায় এই ডায়াগনস্টিক সেন্টার চালু করায় হতবাক স্থানীয়রা।

শনিবার সকালে (১৫ অক্টবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর এমও ডা: মো: আল-আমিন হোসেন এ অবধৈ নিউ বড়াল ডায়াগনিস্টক সেন্টার বন্ধের নির্দেশ দেন। ডা: মো: আল-আমিন হোসেন জানায় সিভিল সার্জনের অনুমোদন ছাড়ায়ায় গত দু দিন আগে এই ডায়াগনিস্টক সেন্টার উদ্বোধন করেন পরিচালনা করে আসছিল মালিক পক্ষ। সকালে পাবনা সভিল সার্জন স্যারের নির্দেশে এই অবধৈ নিউ ডায়াগনিস্টক সেন্টার বন্ধো করে দেওয়া হয়। ৫ দিনের মধ্যে সকল কাগজ পত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। উপজেলা শহরের শরৎনগর বাজারে আব্দুল মালেকের আরেকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ম বহির্ভ‚তভাবেও চলছে বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, সরকারি হাসপাতালের সামনে রেলের জমিতে ভবন নির্মাণ শুরু করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম মোস্তফা। এর আগে রেল কর্মকর্তারা একাধিক বার অভিযান চালিয়ে ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরপর আব্দুল মালেক ওই ভবন ভাড়া নিয়ে নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টার চালু করেন। ডায়াগনস্টিক সেন্টারটি সরকারি অনুমোদন পেতে গত পাঁচ মাস আগে আব্দুল মালেক নিবন্ধনের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাদের সরজমিনে তদন্ত করে শর্ত প‚রণ সাপেক্ষে অনুমোদন প্রদান করবেন। এরপর ওই ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদান করা যাবে। কিন্তু আব্দুল মালেক এসব নিয়মের তোয়াক্কা না করেই ডায়াগনস্টিক সেন্টারটি চালু করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম বলেন, ডায়াগনিস্টক সেন্টার চালু করণের কোন সনদপত্র না থাকায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর