র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে থানায় সোর্পদ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত রাব্বি জেলার গৌরনদী উপজেলার মাগুরা এলাকার আলমগীর সরদারের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক। উপ-পরিচালক আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষক রাব্বিকে গ্রেফতার করা হয়। এরপূর্বে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের এক তরুনীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা এলাকার বেরি বাঁধের পাশে সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের একটি ঘরে নিয়ে রাতভর তরুনীকে ধর্ষণ করে রাব্বি। পরদিন সকালে ওই তরুনীকে ফেলে ধর্ষক রাব্বি পালিয়ে যায়। উপায়অন্তু না পেয়ে তরুনী একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুনীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুনীর মা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।