পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চড়িয়া নামক স্থানে বিপরীতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিরাজগঞ্জের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এতে চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ,এম আলমগীর হোসেন এবং দৈনিক দিনকাল পত্রিকার সলঙ্গা প্রতিনিধি এম, দুলাল উদ্দিন আহমেদ গুরুতর আহত হয়।
আহতদের প্রথমে হাটিকুমরুল রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ট করা হয়। আহত তিন সাংবাদিকের মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।