বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রবিবার সকালে উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের বিনোদ বাড়ৈর স্ত্রী সন্ধ্যা বাড়ৈ (৬৫) নামের এক গৃহবধু বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করেছেন। ঘটনার দিন নিজ ঘরের চালার উপর বিদ্যুতের তাড়ে জরানো একটি গাছের ডাল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা সন্ধ্যা বাড়ৈকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে এক নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।