নাটোরের বাগাতিপাড়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২১-২০২২ এর আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে ইউএনও (ভারঃ) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ও উপজেলা আ’লীগ সভাপতি নুরূল ইসলাম ঠান্ডু প্রমুখ। ৪ টি ভ্যানগাড়ি, ১০ টি সেলাই মেশিন, ড্রাম সেট-হ্যান্ড স্প্রে মেশিন, ৬ টি হারমোনিয়াম, ২ টি ল্যাপটপ ও ক্রীড়া সামগ্রী মধ্যে ৫০ টি ফুটবল, ২৪ টি ভলিবল ও ১০ টি ক্রিকেট সেট বিতরণ করা হয়।