যশোরের অভয়নগরে দ্রুতগামী কালনা এক্সপ্রেস গাড়ির চাপায় আয়শা সিদ্দিকি ইরানী(২৫) নামে এক যুবতী নিহত হয়েছেন। সে উপজেলার তালতলা বিভাগদী গ্রামের ইমরানের স্ত্রী ও হারাণ মেম্বারের পুত্রবধু।
নওয়াপাড়া হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৯.০০ টার সময় স্বামী ইমরানের মোটর সাইকেলযোগে সাতক্ষীরা আশাশুনী প্রতাব নগর বাপের বাড়ি থেকে শশুর বাড়ি তালতলা বিভাগদী আসার পথে তালতলা নামক স্থানে আয়শা মহাসড়কের উপর ছিটকে পড়লে দ্রুতগামী কালনা এক্সপ্রেস ( ফরিদপুর ব- ১১-০০৩৭) গাড়িটি শরীরের উপর দিয়ে উঠে যায়। উপস্থিত জনতা আয়শাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিদ্দুকুর রহমান বলেন, তালতলা নামক স্থানে আয়শা সিদ্দিকি(২৫) নামে এক যুবতী নিহত হয়েছেন, দূর্ঘটনা ঘটিয়ে সড়কে গাড়িটা ফেলে চালক পালিয়ে গেছে এবং গাড়িটা হাইওয়ে থানার হেফাজতে আছে।