গাড়ির সীটে চালক ঘুমিয়ে পড়ায় বেপরোয়া গতির সাকুরা পরিবহনটি মহাসড়কের পাশে ছিটকে পরে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী এলাকায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলো। পথিমধ্যে চালক নিজের সীটে ঘুমিয়ে পড়ায় নিযন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। তিনি আরও জানান, চালক ঘুমিয়ে পরায় দ্রুতগতির পরিবহনটি নিয়ন্ত্রণ করতে পারেনি চালক। ফলে এ দূর্ঘটনা ঘটে।