মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়া ইউএনও অফিস ; জীবন-আলমগীর’র বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

মো. রায়হান আলী, বাগতিপাড়া, (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জীবন কৃষ্ণ ও অফিস সহকারী (ষ্ট্যানো টাইপিষ্ট) আলমগীর হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত, অভিযোগকারী ও সাক্ষীদের এ বিষয়ে জানানো হয়। নোটিশে বলা হয়, মুনছুর রহমানের অভিযোগের আলোকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কর্যালয় ও নাটোর জেলা প্রশাসকের কর্যালয়ের স্মারকে আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কর্যালয়ে এ অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে। এতে স্বাক্ষ্যসহ উভয় পক্ষকে যথা সময়ে উপস্থিত থাকার কথা বলা আছে।

উল্লেখ্য, বিধি লক্সঘন করে একজনের ১০ আরেকজনের ৬ বছর ধরে একই অফিসে চাকরি। দীর্ঘদিন একই অফিসে কর্মরত থাকায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে এই দুই কর্মচারীর বিরুদ্ধে। ইউএনও’র উপ-প্রশাসনিক কর্মকর্তা জীবন কৃষ্ণ’র উপজেলার তথ্য অফিসের এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক চলছে। হিন্দু হয়ে মুসলিম ওই নারীর সাথে পরকীয়ার কথা উপজেলার সকলের মুখে মুখে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে অবৈধভাবে নামে-বেনামে ঠিকাদারির কাজ করেন। তার মধ্যে অন্যতম নারী উন্নয়ন ফোরামের ঘর, আদিবাসীদের ঘর ও ইউএনওর বাংলোর সিমানা প্রচীর নির্মাণ। এমন অভিযোগ এনে গত ২৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী মুনছুর রহমান । অভিযোগের অনুলিপি একই তারিখে বিভাগীয় কমিশনার ও উপজেলার সকল গণমাধ্যমকর্মীর কাছে পাঠানো হয়। অভিযোগের আলোকে এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর