রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পর এবার ইউক্রেনের হয়েও লড়াইয়ে অংশ নিচ্ছেন চেচেন যোদ্ধারা। কিয়েভের হয়ে লড়া ইসলামপন্থী এই যোদ্ধারা মূলত রাশিয়া ও পুতিন বিরোধী। স্বাধীন চেচনিয়ার স্বপ্ন দেখেন তারা। এখন পর্যন্ত কয়েকশ স্বাধীনতাকামী চেচেন নাগরিক ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। ফলে এ যুদ্ধে এখন পরস্পরের বিরুদ্ধেই লড়বেন চেচেনরা। খবর এপির।
যুদ্ধের শুরু থেকে অবশ্য রাশিয়ার পক্ষে অস্ত্র হাতে তুলে নিতে দেখা গেছে চেচেনদের। পুতিনের অনুসারী হিসেবে পরিচিত রমজান কাদিরভের নেতৃত্বে যুদ্ধে অংশ নিয়েছেন তারা। এবার রুশ বিরোধী চেচেনরা লড়াইয়ে নেমেছেন ইউক্রেনের পক্ষে। ফলে, রুশ-ইউক্রেনে যুদ্ধে এখন দুই দেশের পক্ষেই লড়ছেন এই যোদ্ধারা।
ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামা চেচেনরা সোভিয়েত বিমান বাহিনীর সাবেক জেনারেল জুখার দুদায়েভের অনুসারী। স্বপ্ন দেখেন, স্বাধীন চেচনিয়া রাষ্ট্রের। দক্ষ যোদ্ধা ছাড়াও ইউক্রেনের পক্ষে লড়তে এসেছেন অনেক সাধারণ চেচেন নাগরিকও। এখন পর্যন্ত কয়েকশ চেচেন নাগরিক ইউক্রেনের হয়ে যুদ্ধে নেমেছেন।
যুদ্ধে যোগ দেয়া এক চেচেন নাগরিক বলেন, আমরা সেই শত্রুর বিরুদ্ধে লড়ছি যারা চেচনিয়ায় আমাদের মানুষকে হত্যা করেছিল। দুটি যুদ্ধে তারা চেচেনদের হত্যা করার পর এখন ইউক্রেনে এসেছে ইউক্রেনীয়দের হত্যা করতে।
আরেকজন বললেন, আমরা পুতিনকে না থামানো পর্যন্ত সে এ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। বিশ্বের সবাইকে বুঝতে হবে, এই যুদ্ধ এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন রাশিয়া আর বাকি বিশ্বের যুদ্ধে পরিণত হয়েছে।
রমজান কাদিরভ ক্ষমতা দখলের পরই স্বাধীনতাকামী এসব চেচেনদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। এদের অনেকেই পালিয়ে আশ্রয় নেন ইউরোপের বিভিন্ন দেশে। তারাই এখন স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের পক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছেন।