সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ই-পেপার

বড়াইগ্রামে স্বামী স্ত্রীর বিষপানে স্ত্রীর মৃত্যু-স্বামী হাসপাতালে ভর্তি

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনায় স্ত্রীর মৃত্যু ও স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হালদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম বিথীর বেগম (২৬) ও হাসাপাতালে ভর্তি ফারুক হোসেন (৩৪) । তারা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ফারুক হোসেন তার দ্বিতীয় স্ত্রী নিয়ে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানেই তারা একসাথে বিষ পান করে কালিকাপুর গ্রামের নিজ বাড়িতে যায়। বাড়ির লোকজনের সাথে কথা বলতে বলতে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। আর স্বামী ফারুখ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় কাউন্সিলর শিরিন আক্তার বলেন, হাসপাতালে স্বামী স্ত্রী দুইজনের সাথে কথা বলেছি। তারা বলেছে একসাথে গ্যাস ট্যাবলেট খেয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফারুক হোসেনের দুটি সংসার। তিনি ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। সেখানেই তারা এক সাথে বিষ পান করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এমন ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর