পাবনা র্যাব ১২এর অভিযানে পলাতক ঘাতক ট্রাক চালক গ্রেফতার হয়েছে। ১৪/০৮/২০২২ইং তারিখ রোববার দুপুর ১২টায় পাবনা র্যাব ১২ সিপিসি-২ এর কার্যালয় সংবাদ সম্মেলনে পাবনা র্যাব -১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর তথ্য জানিয়েছেন।
লিখিত বক্তব্যে কোম্পানি কমান্ডার বলেন পাবনা সদর থানার সড়ক পরিবহন আইনের রুজু কৃত মামলার তদন্তে প্রাপ্ত মামলা নং ৪৪ তারিখ ১২/০ ৮ /২০২২ইং (পাবনা) ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ জিআর- ৬০৮/২২মুলে তদন্তে ঘাতক ট্রাক ঢাকা মেট্রো -ট-১৮-৬৮৯৩ এর পলাতক আসামি কে চাঁপাইনবাবগঞ্জ থানাধীন বানঝাপাড়া গ্রামে আসামীর নিজবসতবাড়ি হতে পপেল
আলি(২৯) পিতা -মৃত ফায়েজ উদ্দিন বিশ্বাস লক্ষ্মীপুর (বানঝাপাড়া) চাঁপাইনবাবগঞ্জ সদর থানাকে গ্রেপ্তার করি। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে পাবনা র্যাব ১২ সি পি সি -২ ক্যাম্পে নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসা করি আসামি স্বীকারোক্তি প্রদান করে যে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে পাবনা জেলার সদর থানাধীন ১ নং মালিগাছা ইউনিয়ন মজিদপুর গ্রামে পাবনা নাটোর মহাসড়কে উপর নাটোরগামী লেনে রায়া ফিড মিলের সামনে পৌঁছালে নিহত
মোটরসাইকেল চালক রজব আলী (১৭) পিতা আসলাম হোসেন সাং মজিদপুর,থানা ও জেলা: পাবনা ট্রাকের নিচে পড়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে মামলা তদন্তকারী কর্তৃপক্ষ পাকশি হাইওয়ে পুলিশ এরশাদী থানায় হস্তান্তর করা হয়।