বরিশালের আগৈলঝাড়ায় ডিবি’র অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের এসআই ওবায়াদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল এলাকা থেকে দক্ষিণ চলবল গ্রামের রাজ্যেশ্বর জয়ধরের ছেলে মাদক ব্যবসায়ী লিংকন জয়ধরকে ১৮০গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
শনিবার রাতেই এসআই ওবয়াদুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, নং-৭। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।