রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:৫১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন করা হয়।
বুধবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ভবন উদ্বোধন পূর্ব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর সূধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। পরে অতিথীরা নবনির্মিত দু’টি বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, পিয়ারা ফারুক বক্তিয়ার, ফরহাদ তালুকদার, অনিমেষ মন্ডল, ইউনুস আলী মিয়া, বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বে”চ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগের সভাপতি জাকির পাইকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর