আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় শুক্রবার পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, বেলা ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারিচালিক অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পরে যায়। এতে আলাউদ্দিন ও সালাউদ্দিন নামে দুই যাত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সালাউদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন। নিহত সালাউদ্দিন উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।
অপরদিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি মাহিন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ওই গাড়ির চালক রাসেল হাওলাদার, যাত্রী কাওসার আলী ও রিয়াজুল আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে আনার পর রিয়াজুলকে (২৮) চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃত রিয়াজুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার আব্দুস সালামের পুত্র।