আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল র্যাব-৮ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার তিন ‘শ সাতত্রিশ টাকাসহ ৪ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার বরিশাল র্যাবের সদর দ্প্তরের প্রেস বিজ্ঞতি থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটির তিনটি স্পটে অভিযান চালিয়ে চার চিহ্নিত মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
র্যাব সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটিতে থানা এলাকায় অভিযান চালিয়ে কামদেবপুরের মোঃ লতিফ খানের ছেলে মোঃ সোহেল খান (৩০), গোদন্ডার মোঃ ফারুক খানের ছেলে মোঃ খলিলুর রহমান (২৫), সুবিদপুরের আব্দুল খালেক খানের ছেলে মোঃ সোহেল খান (২৫), একই এলাকার মৃত মোসলেম আলী খানের মোঃ শাহীন খান (৪২) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২শ ৬৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার তিনশ সাতত্রিশ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যপারে বরিশাল র্যাব-৮,সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার এবং ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।