নাটোরের নলডাঙ্গায় আরশেদ আলী নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
বুধবার(৩ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নে বাঁশভাগ মধ্যেপাড়া গ্রামের মৃত নগর মৃধা@পচার ছেলে আরশেদ আলী(৪২) নামে ব্যক্তি বজ্রপাতে মারা যায়।
স্থানীয় সূত্র জানা যায়, মৃত আরশেদ আলী তিনি প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন হটাৎ বৃষ্টি শুরু হয় এমনতো অবস্থায় বজ্রপাত হওয়ায় তিনি অসুস্থ হয়ে পরেন, পরে তার পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায় চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।