বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মজিদ ওরোফে মজি র(৮৫) নামের এক বৃদ্ধের মুত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার ভাঙ্গুড়া থানার পাশে অবস্থিত পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকার লাইন পাড়ায় বসবাস করত ও মসজিদ পাড়ার মৃত আরিফ সরদারের ছেলে। স্থানীয়রা পরদিন সোমবার সাড়ে ৫টার দিকে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারে খবর দিলে তার পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকান এবং তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগতেছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে দোকানে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর তার পারিবারের লোকজন না পেয়ে পরের দিন সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পরিবারে খবর দিলে ও পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তিনি তার চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরের পাড়ে যেতেই পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা জানান, তিনি বার্ধক্যজনিত নানান ধরণের অসুস্থ্যতায় ভুগতেছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দীন আহম্মেদ জানান, তিনি পুকুরের পার দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বার্ধক্যজনিত কারণে অথবা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে পড়ে যেতে পারেন।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, তিনি বার্ধক্যজনিত ও মানষিক নানান সমস্যায় ভুগতেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর