সিরাজগঞ্জের সলঙ্গায় বজ্রপাতে আ: জাব্বার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ রবিবার (৩১ জুলাই) বিকেলে থানার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া খোলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় সাদেক আলী (৪০) নামে আরেক কৃষক আহত হয়েছেন এবং দুটি ছাগল মারা গেছে বলে জানা যায়। বজ্রপাতে নিহত আব্দুল জাব্বার (৪৫) সলঙ্গা থানার চুনিয়াখাড়া গ্রামের মৃত কদম (মেছের) আলীর ছেলে। আহত কৃষক সাদেক আলী রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের সাহেদ আলীর ছেলে। স্থানীয়রা সাদেক আলীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ওয়ার্ড মেম্বর মনোয়ারা জানান, বিকেলে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা দুজন একই সাথে মাঠের মধ্যে গরু চড়াচ্ছিলো। বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই আ: জাব্বার মারা যান এবং সাদেক আলী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়।