নাটোরের বড়াইগ্রামে ভটভটির ধাক্কায় আরিফ হোসেন (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়কের আগ্রাণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওই কোম্পানির কর্মকর্তা চন্দন কুমার বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে আমি ও আরিফ মোটরসাইকেলে করে যাওয়ার সময় আগ্রান বাজার এলাকায় স্কয়ার টয়লেট্রিজের পণ্য ডেলিভারির আলোবিহীন ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আরিফ মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
চন্দন কুমার অভিযোগ করে বলেন, ‘একটি কোম্পানির আলোবিহীন এসব গাড়ি রাস্তায় চলাচল করে কীভাবে? এসব গাড়ির কারণেই রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।