সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ঠান্ডু-সম্পাদক মজিবর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:১৫ অপরাহ্ণ

সভাপতি-সম্পাদক’সহ একাংশের বর্জনের মধ্যদিয়ে প্রায় ৮ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সাবেক এমপি এ্যাড. আবুল কালাম আজাদ, বর্তমান এমপি শহিদুল ইসলা বকুল, সংর¶িত নারী এমপি রত্না আহমেদ, উদ্বোধক জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ও প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সেকেন্দার রাহমানসহ একাংশ সম্মেলন বর্জন করায় সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী ও সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
প্রথম অধিবেশন শেষে বিকালে নতুন কমিটির সভাপতি-সম্পাদক’সহ ৬জন সহ-সভাপতি, ৩জন যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি খাইরুজ্জামান লিটন। কমিটিতে সভাপতি হলেন উপজেলা আ’লীগ থেকে বহিঃস্কৃত নুরুল ইসলাম ঠান্ডু। সাধারণ সম্পাদক হয়েছেন ইউপি চেয়ারম্যান মজিবর রহমান। সহ-সভাপতি, অধ্যাপক ইউনূস আলী, শরিফুল ইসলাম, আব্দুল ওয়াহাব, নবাব আলী, দীপক কুমার ও আব্দুল গণি। যুগ্ন সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ, রাকিবুল ইসলাম ও মেহেদী হাসান দোলন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
এদিকে উপজেলা আওয়ামীলীগের বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সম্পাদক সেকেন্দার রহমান সহ একাংশের নেতৃবৃন্দ দু-দফা সংবাদ সম্মেলন করে বহিঃস্কৃত ও নৌকার বিপ¶ে অবস্থান নেয়া স্থানীয় এমপি ও তার সহযোগীদের সম্মেলনে যোগদান করা থেকে বিরত রাখতে দলের হাই কমান্ডকে আহবান জানান। সেই আহবানে সাঁড়া না পেয়ে কাউন্সিল বর্জন করেন সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর