নাটোরে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সোহাগ হোসেন (২২) নামে এক যুবকের শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ওই যুবক নিচে পড়ে গেলে এই ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা সোহাগকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহাগ চানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ওই যুবক তাড়াতাড়িহুড়া করে ট্রেন থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ে নিরাপত্তা কর্মী সহ নাটোর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।