বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশসানের অভিযানে ৮৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা আশাপাশের খাল ও উন্মুক্ত জলাশয়, চলবল বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৫টি চায়না দুয়ারী অবৈধ জাল আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে বাটরা-বাহাদুরপুর সড়কে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মামুন হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।