বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে মৃত তেলাপোকা পাওয়ায় ওই মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মো. সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন থানা পুুলিশের সহায়তায় উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডারে অবিযান পরিচালনা করেন। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে মৃত তেলাপোকা পাওয়ায় দোকানের মালিক রিপন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এর আগে ওই দোকানের দধির মধ্যে মরা টিকটিকিও পাওয়ায়ও জমিনা করা হযেছিল।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মিষ্টি তৈরির কারখানার পরিবেশ উন্নত করতে না পারলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।