যমুনার নদীর ভাঙ্গনে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বাজার গ্রাস করছে। দুই পাশে জিও ব্যাগ ডাম্পিং মাঝখানে তিন’শ মিটার ফাকায় অবাধে নদী ভাঙ্গনে পারবাসি মানুষ ঘনকুয়াশা দেখছে। দাবি ও ভাঙ্গন চলমান জিও ব্যাগ ডাম্পিং বরাদ্দ এবং কাজ নেই। বর্ষা মৌসুমে ভাঙ্গন কবলিত অসহায় মানুষ ঘর ও স্কুলের চাল নিয়ে বিপাকে দেখার কেউ নেই। ভুক্তভোগীদের দাবি ৩’শ মিটার জিও ব্যাগ ডাম্পিং সহ স্থায়ী বাধ নির্মাণ করা হলেই বদলে যাবে এলাকাবাসির ভাগ্য। শুক্রবার সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন বিনানই চরসলিমাবাদ (ভুতেরমোর) গ্রাম থেকে ছবিটি তোলা হয়।