শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

ই-পেপার

কালু মিয়া – হাবিবুর রহমান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ

কালু মিয়ার আছে ভিটা মাটি থালা বাসুন ঘটি,
বউ মরিছে চুল পাঁকা-করে চিন্তা হাতে বটি।
কালু একবেলা রাঁধে তিন বেলা পেট ভড়ে খায়,
কুঁড়ে ঘর আঁকড়ে ধরে তার পোশা বিলি ঝিমায়।

শেগুন,কড়ই,আম,নিম আছে জাম গাছ দামি
কুকুর ঘেউ ঘেউ করে চোর পলায় যায় ঘামি।
কালু মিয়া মানুষ ভালো আছে গায়ে দানের নাম,
সারা দিন কাজ করে নিজ ছেলেরা দেয়না দাম।

ভিটা মাটিতে যে গাছ আছে বিশলাখ যাবে ছাড়ি,
কালু মিয়ার দেহে রোগ বালাই ওরে গেছে ধরি।
মাজু সাজু বাপের মুখ দেখে দশ বছর পরে,
ফল ফলাদি হাতে নিয়ে মেয়ে জামাই আসে ঘরে।

নাতি-নাতনীর মেলা হৈ চৈ পড়ে উঠোন পাড়ায়,
ভিটার দাম নিয়ে মেয়ে ছেলেরা ঝগড়া বাঁধায়।
এমন সময় মাদ্রাসার লোক আসে পাশে বসে,
সম্পদ দান যায়না জান তারা কপাল ঘসে।

গালি গালাজ শুনে কালু মিয়া শান্তিতে ঘুমায়,
বিটি জামাই ছেলেরা আসবেনা তারা চলে যায়।
কালু মিয়ার যত্ন হুজুর-ছাত্র,মানুষ নিবি
ভেসে উঠে তার চোখে এখন পর পারের ছবি।

নামাজ,দান,খয়রাত কালু মিয়ার নিত্য কাজ,
তার স্বপ্ন প্রতিষ্ঠা করুক ধর্ম সমাজ।

কবি হাবিবুর রহমান
সিংড়া,নাটোর,বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

২ responses to “কালু মিয়া – হাবিবুর রহমান”

  1. Sojib Ahmed says:

    অনেক সুন্দর একটি কবিতা

Leave a Reply to Sojib Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর