পারিবারিক কলহের জের ধরে নাটোরের নলডাঙ্গায় মো. আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। একইসঙ্গে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুল আলিম উপজেলার মাধনগর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
রিমা বেগম নিহত আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী ও মাধনগর জোয়ানপুর গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম,এ তথ্য নিশ্চিত করেছেন।