এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা উপজেলার নগরঘাটা গাবতলা গ্রামে ভ্যান দুর্ঘটনায় অয়াজকুরুনি (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। সে গাবতলা গ্রামের মোঃ আসাদুল ইসলামের একমাত্র ছেলে। ৭ই মে রাস্তা পারাপারের সময় ভ্যানে ধাক্কা লেগে মাথায় ছোট ক্ষত হয়। সে সময় তাকে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি হলে বাড়িতে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, রাত ১২টার পরে অয়াইজকুরুনির হঠাৎ খিচুনি শুরু হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা ২৫০ বেডে নেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে ডাক্তার না পেয়ে শিশুটির করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
আজ জুম্মা’র পরে শিশু অয়াজকুরুনির জানাযা নামাজ শেষে দাফন সম্পর্ণ করা হয়। তার মৃত্যুতে গাবতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।