সলঙ্গা থানার হাটিকুমরুল রোডস্থ চড়িয়া শিকার উত্তরপাড়া হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসার ১৬ জন ছাত্রীকে পবিত্র কোরআন ছবক উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) বাদ জোহর মাদ্রাসার হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ মুজাফ্ফর হোসেনের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি আলহাজ নুরুল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাধানগর জামে মসজিদের খতিব, এ যুগের সাড়া জাগানো উদীয়মান বক্তা মাওলানা মুহা: আব্দুল কুদ্দুস সিদ্দিকী।সম্মানীত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগীশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক,চড়িয়া শিকার উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কাফী, বিশিষ্ট সমাজ সেবক আহসান হাবিব (পারভেজ) সহ অনেকে। উল্লেখ্য,২০১৬ সালে প্রতিষ্ঠিত হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসাটি অল্প সময়ের মধ্যে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের কাছে দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে মাদ্রাসায় মোট ১৪৫ জন ছাত্রী রয়েছে। যার মধ্যে ১৬ জন ছাত্রীকে পবিত্র কোরআনের সবক দেয়া হলো। সবক ও দোয়ার অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।