সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই দেশটিতে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। বুধবার (২৯ জুন) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ে এদিন চাঁদ দেখা যায়নি। এসব দেশে ১০ জুলাই ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চলতি বছর হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন ৮ জুলাই। ওই দিন জিলহজের মাসের ৯ তারিখ হবে।