সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে বৃহস্পতিবার বেলা ১২টায় সোনতলা মোড়ে সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সলপ ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর সভাপতিত্বে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেলা ১২টায় সোনতলা এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম খান প্রমুখ।
#CBALO / আপন ইসলাম