সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডিভাইস রাউটার বিতরণ করা হয়েছে। ১৯ জুন রোববার দুপুর বারোটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিআরডিবি হল রুমে ইন্টারনেট ডিভাইস রাউটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সিরাজগঞ্জের ঊল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম উপজেলার ১৭৩ টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট রাউটার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ফিলিপস সহ প্রমুখ।
#CBALO / আপন ইসলাম