কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ফলদা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম মোস্তফার (৫০) বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
০৮ মে (শুক্রবার) সকাল ১০ টা ৪৫ মিনিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এই ভয়াবহ অগ্নিকান্ডে থাকার ঘরসহ ঘরের সকল সামগ্রী পুড়ে যায়। সে ঘরের কোন কিছু আগুন থেকে রক্ষা করতে পারেনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের অন্যান্য সামগ্রীর সাথে তার ছেলে মেয়ে দুজনের সকল বই খাতা পুড়ে যায়। ঘরের আসবাপত্র সহ কাপড় ও জরুরী সকল কাগজ পুড়ে যায়। আরো নগদ ২০,০০০ টাকা সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইউনিট এলাকায় পৌঁছালেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তারা ঘটনাস্থলে যেতে পারে না। পরে গ্রামবাসীর ১ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যার ফলে বাড়ির কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি।
গ্রামবাসী জানান, বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।