সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতার পাশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
শনিবার (১৮জুন) বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবু হানিফের আগুনে পোড়া দোকান ঘুরে দেখেন। এ সময় সেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী আবু হানিফকে সান্তনা দেন ও তাকে ঘুরে দাঁড়াতে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহমেদসহ অনেকেই।