পাবনার আটঘরিয়া উপজেলা সদর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ জুন) সকালে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় ও দোয়া মাহফিল আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রি অর্নাস কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন আলী। শিক্ষক / শিক্ষিকা, এলাকার সুধিজন ও ছাত্ররা এসময় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।