রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

ই-পেপার

নুপুর শর্মাকে খুঁজে পাচ্ছে না পুলিশ

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননাকারী বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে ইরফান শেখ নামে এক ব্যক্তি নুপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। দিল্লির বাসিন্দা হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে দিল্লি এসেছিল মুম্বাই পুলিশের একটি দল। কিন্তু পাঁচ দিন অপেক্ষা করেও নুপুর শর্মার খোঁজ পাচ্ছে না সেই দলটি।

গত ২৮ মে এক টেলিভিশন টক শোতে মহানবী (সা.)-কে অবমনানা করে মন্তব্য করেছিলেন দল থেকে বহিষ্কৃত বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা। তার ওই মন্তব্যের জেরে ভারত ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।

ভারতের অভ্যন্তর ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকায় এক পর্যায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার আদেশ দেয় বিজেপি।

এদিকে, বিজেপি থেকে বহিষ্কার আদেশ পাওয়ার পর রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে নুপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এসবের মধ্যে কিছু মামলার বাদি পুলিশ নিজেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর