হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতে সরকারি, বেসরকারিসহ প্রায় ৭০টি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে।
সোমবার (১৩ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ড্রাগনফোর্স মালয়েশিয়া নামক একটি সাইবার গ্রুপের সদস্যরা এ সাইবার হামলা করেছে। ওই গ্রুপে ১৩ হাজারের বেশি সদস্য রয়েছে। এর আগেও ড্রাগনফোর্স ভারতীয় একটি ব্যাংকের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করেছিল বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইন্টারনেট আর্কাইভ বিশ্লেষণকারী ‘ওয়েব্যাক মেশিন’ টাইসম অব ইন্ডিয়াকে নিশ্চিত করে জানান, ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ভারতের সরকারি এবং বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট সাইবার হামলার কারণে অচল ছিল। শুধুমাত্র মহারাষ্ট্রেই ৫০টির বেশি ওয়েবসাইট অচল ছিল।
ড্রাগনফোর্স ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ এর ই-পোর্টালসহ আরও অনলাইন প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়েছে।
দেশটির অন্যতম দিল্লি পাবলিক স্কুল, ভবন এবং বিভিন্ন কলেজের ওয়েবসাইটেও সাইবার হামলা চালিয়েছে।
অডিও এবং বার্তার মাধ্যমে সাইবার হ্যাকাররা সবগুলো ওয়েবসাইটে একটি বার্তা ‘(আপনার জন্য আপনার ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম’) পাঠিয়েছে।
হ্যাকার গোষ্ঠিটি বিশ্বের মুসলিম হ্যাকারসহ সব হ্যাকার, মানবাধিকার সংগঠনগুলো এবং মানবাধিকার কর্মীদের ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছে।
সাইবার হামলার পর রবিবার (১২ জুন) ইসরায়েলে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ঠিক করা হয়েছে। তবে এখনও আইসিএআর এর একটি পেইজ হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।
ভারতের একজন শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হ্যাকার এবং দেশদ্রোহী। ওয়েবসাইট বিকৃত করার হামলা হলো ভবিষ্যতে ব্যাংকিং ও ডেটা চুরির উন্নত ও শক্তিশালী ক্রমাগত হুমকির মতো বিষয়।’
#CBALO / আপন ইসলাম