মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে দেশীগ্রাম গুড়‌পিপুল ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষণা         

ষ্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম গুড়‌পিপুল ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের খসড়া বাজেট ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে দেশীগ্রাম ইউনিয়নের মাঝদ‌ক্ষিনা ইউনিয়ন পরিষদ চত্ত‌রে ইউপি চেয়ারম্যান জ্ঞা‌নেন্দ্রনাথ বসাক এর সভাপ‌তি‌ত্বে ইউপি সচিব ফ‌রিদুল হক এর সঞ্চালনায় উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। এতে ২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২কোটি ৯৬ লক্ষ ৪৮ হাজার ৪৬০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ৩৩ হাজার ৪৬০ টাকা। উদ্বৃত রয়েছে ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি ব্রজেন্দ্রনাথ সরকার,লিটন সরকার,সাদ্দাম হো‌সেন,ম‌নোরঞ্জন সিং, মুকুল হো‌সেন, ম‌জিবর রহমান,সুশীল কুমার মাহা‌তো, গোলাম অাজম, হায়দার আলী।  সংরক্ষিত নারী ইউপি সদস্য চাম্পা খাতুন পা‌খি,সা‌নোয়ারা খাতুন, র‌হিমা খাতুন।                                                                                                                                               আরো উপ‌স্থিত ছি‌লেন ইউ‌নিয়ন আওয়ামী লীগ‌ের  ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুল মা‌লেক, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপসহকারী ভু‌মি কর্মকর্তা মোস্তাগীর ক‌বির সহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।
 স‌চিব মহদয় বা‌জেট উৎথাপন ক‌রেন, এরপর শুরু হয় জনগ‌নের প্রশ্ন উত্তর পর্ব। জনগ‌নের সকল প্রশ্নের উত্তর দেন চেয়াম‌্যান মহদয়। আর এভা‌বেই  সকল জনগ‌নের অংশগ্রহ‌নের মাধ‌্যমে ‌দেশীগ্রাম গুড়‌পিপুল ইউ‌নিয় প‌রিষ‌দের বা‌জেট অনুষ্ঠান শেষ হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর