দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে আরো তিনজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।বৃহস্পতিবার আক্রান্ত তিনজনের মধ্যে ১জন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি শিংপাড়া গ্রামের ১জন, হরিপুর উপজেলায় ১জন ও রাণীশংকৈল উপজেলায় ১জন। সর্বমোট জেলায় ২৪জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।