সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন।
১২ মে রাতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করেন। ১৩ মে শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বঙ্গমাতা সংস্কৃতিক জোট সিরাজঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস জানান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে।
এ বিষয়ে সলপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকাত ওসমান বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবরের নামে প্রতিষ্ঠিত সংগঠন বঙ্গমাতা সংস্কৃতিক জোট। জাতির পিতা আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এ সংগঠনটি সারাদেশে প্রগতিশীলী সংংস্কৃতি চর্চ্চাকে বেগবান করতে কাজ করে যাচ্ছে। এমন একটি সংগঠনের কেন্দ্রী কমিটির সদস্য পদে মনোনীত করায় জাতির জনক তনয়ামানীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও সংগঠনের কেন্দ্রী প্রতিষ্ঠাতা সভাপতিকে বিশিষ্ট চলচিত্র প্রযোজক গীতিকার এবং সুরকার শেখ শাহ আলমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার উপ অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
#CBALO/আপন ইসলাম