বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

২য় ধাপে হরিপুরে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করলো অক্সিজেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:১৯ পূর্বাহ্ণ

জহরুল ইসলাম (জীবন) হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন,অক্সিজেন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাহেদুর ইসলাম ইমন সম্প্রতি তার টিমমেটদের নিয়ে করোনা সংকটের বিষয়ে আমার সাথে কথা বলতে আমার অফিসে আসেন। কথা প্রসঙ্গে তারা আমার সামনে একটি চমৎকার প্রস্তাব উপস্থাপন করেন। তারা প্রস্তাব করেন যে, তারা বাজারে হ্যান্ড স্যানিটাইজারের ক্রাইসিস কাটাতে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করবে। প্রস্তাবটা আমার কাছে দারুণ মনঃপুত হয়।

আমি সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করি এবং তিনিও সানন্দে সম্মতি প্রদান করেন। অক্সিজেন প্রতিষ্ঠাতা মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান ‘বাজারের কোথাও এ হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। তাহলে সাধারণ মানুষ কোথা থেকে পাবে! সেই লক্ষ্য ২য় ধাপে ৬০০ টি বোতল তৈরি করা হচ্ছে। এর আগে প্রথম ধাপে ১২০০ টি বোতল স্যানিটাইজার বানানো হয়েছিলো। আমাদের দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় এ উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল।

সাধারণ মানুষের মধ্যে এসব বিনামূল্যে বিতরণের জন্য উপজেলা পরিষদের সহযোগিতা ও অর্থায়নে “অক্সিজেন”(একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) এই মহতী উদ্দ্যোগকে বাস্তবায়ন করতে পেরেছে। আগামী কয়েক দিন চলবে এই স্যানিটাইজার তৈরির কাজ। তারপরে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই হ্যান্ড স্যানিটাইজার৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর