ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা মারা গেছে।শনিবার বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে মারা যান তিনি।নিহত সালমা বেগম (৫৫) পশ্চিম কুজিশহর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
জানা যায়,গত শুক্রবার(৬ মে) বিকেল ৫ টার দিকে ঘনিমহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে মতিউর রহমান (মতি) বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে আটোয়ারী অভিমুখে যাচ্ছিল।পথিমধ্যে উত্তরা বাজারের ৩শ গজ উত্তরে মজলুম মাষ্টারের হাসকিং মিলের সামনে সালমা বেগম নামে একজন বৃদ্ধাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে বৃদ্ধা সালমা রাস্তার উপর পড়ে যায় এবং তার পা ভেঙ্গে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ২৪ ঘন্টার পার হতে না হতেই শনিবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে মারা যায় বৃদ্ধা সালমা ।
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংবাদ থানায় অবগত করেছে ।
রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#CBALO/আপন ইসলাম